You dont have javascript enabled! Please enable it! 1974.09.28 | শীতকালে গঙ্গার প্রবাহ বৃদ্ধির জন্য শাখা নদীতে বাঁধ নির্মাণের প্রশ্নে আলােচনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

শীতকালে গঙ্গার প্রবাহ বৃদ্ধির জন্য শাখা নদীতে বাঁধ নির্মাণের প্রশ্নে আলােচনা

নয়াদিল্লি: আজ এখানে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের একাদশ বৈঠক শীতকালে গঙ্গা নদীর প্রবাহ বৃদ্ধির জন্য গঙ্গার শাখা নদীগুলােতে পানি সংরক্ষণ পূর্ব নির্মাণের প্রশ্নে আলােচনা হয় বলে জানা গেছে। দুটি অধিবেশনে ৪ ঘণ্টাকল ব্যাপী আলােচনা হয়।
বাংলাদেশের প্রতিনিধি জনাব বি এম আব্বাস এতে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকে প্রধানত উপরােক্ত প্রশ্নে বাংলাদেশের অভিমত শােনা হয়। জানা গেছে অধিবেশনে শীতকালে পানির প্রবাহ বৃদ্ধির সম্ভাব্য উপায় সম্পর্কেই প্রধানত আলােচনা হয়। গঙ্গার শাখানদীগুলিতে পানি সংরক্ষণ বাঁধ নির্মাণের সম্ভাব্যতা সম্পর্কে বিস্তারিত আলােচনা হয়। কমিশন এ পর্যন্ত যেসব তথ্য সংগ্রহ করেছেন, তার ভিত্তিতে এই নির্মাণের সম্ভাব্যতা আলােচনা হয়।৮৭

রেফারেন্স: ২৮ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত