বঙ্গবন্ধু ২ অক্টোবর ইরাক সফরে যাবেন
ঢাকা: আসন্ন বাগদাদ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও ইরাকের মধ্যে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষক অর্থনৈতিক সহযােগিতার ব্যাপারে আলােচনা অনুষ্ঠিত হবে বলে আভাস পাওয়া গেছে। বঙ্গবন্ধু ও প্রেসিডেন্ট হাসান আল বকরের মধ্যে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধুর এই সফরের পর পরই দুদেশের মধ্যে একটি সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষরিত হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলাের মধ্যে ইরাকই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এখানে আরাে উল্লেখ করা যেতে পারে যে, ইরাক বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় সমর্থন দান করেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হাসান আল বকরের আমন্ত্রণক্রমে। আগামী ৩ অক্টোবর ৩ দিনব্যাপী এক সরকারি সফরে ইরাক যাবেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে ইরাকের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালাে রয়েছে। বঙ্গবন্ধু ১০ দিন স্থায়ী মর্কিন যুক্তরাষ্ট্র সফরেশেষে ২ অক্টোবর ওয়াশিংটন থেকে বাগদাদ রওয়ানা হবেন।৮৯
রেফারেন্স: ২৮ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত