বাংলাদেশে দুই কোটি ঘনফুট খাঁটি মেথেনি গ্যাস রয়েছে-তাজউদ্দিন আহমদ
অটোয়া: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ এখানে বলেছেন যে, বাংলাদেশে দুই কোটি ঘনফুট খাটি মেথেনি গ্যাস মজুত রয়েছে যা সার প্রস্তুতে ব্যবহার হতে পারে এবং এর দ্বারা শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে খাদ্য উৎপাদনের সহায়ক হবে। জনাব তাজউদ্দীন আহমদ সম্প্রতি অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রীদের সম্মেলনে ভাষণ দেন। ভাষণ দিতে গিয়ে জনাব তাজউদ্দীন আহমদ এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানাের জন্য বিদেশি সাহায্য-সহযােগিতা এবং যৌথ উদ্যোগে সার কারখানা প্রস্তুতের ওপর গুরুত্ব আরাে করেন।৮৩
রেফারেন্স: ২৭ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত