You dont have javascript enabled! Please enable it! 1974.09.24 | নিউইয়র্কে বঙ্গবন্ধুর ঘােষণা, বিশ্বশান্তির জন্য বাংলাদেশ কাজ করে যাবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

নিউইয়র্কে বঙ্গবন্ধুর ঘােষণা, বিশ্বশান্তির জন্য বাংলাদেশ কাজ করে যাবে

নিউইয়র্ক: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষণা করেন যে, বাংলাদেশ জাতিসংঘ সনদের মহান নীতিগুলির প্রতি অনুগত থাকবে এবং অন্যান্য শান্তিপ্রিয় জাতিগুলির সহযােগিতায় বিশ্বশান্তির কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী লন্ডন হয়ে জন এফ কেনেডি বিমান বন্দরে পৌছে সাংবাদিকদের সাথে আলােচনাকালে একথা বলেন।
তিনি বিশ্ব সংস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তিতে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এই আনন্দঘণ পরিবেশে তিনি মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিমান বন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব এস, এ করিম, কূটনীতিবিদ ও এখানে বসবাসকারী বাঙালিরা বঙ্গবন্ধুকে বিপুলভাবে সংবর্ধনা জানান।৬৯

রেফারেন্স: ২৪ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত