You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ বিশ্বের সকল জাতির সাথে শান্তিতে বসবাস করতে চায়: জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ

জাতিসংঘ: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণদানকালে ঘােষণা করেন যে, বাংলাদেশ বিশ্বের সকল জাতির সাথে শান্তিতে বসবাস করতে চায়। তিনি তার ভাষণে বলেন, আমি আজ মানবজাতির এই মহান সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে। সাড়ে সাত কোটি বাঙালির প্রতিনিধিত্ব করছি। বাঙালিরা স্বাধীনভাবে আত্মমর্যাদার সঙ্গে বাস করা। এবং বিশ্বের সকল জাতির সাথে শান্তিতে বসবাস করার উদ্দেশ্যে আত্মনিয়ন্ত্রণাধিকার লাভের জন্য শত শত বছর ধরে সংগ্রাম করেছে এবং তারই ফলশ্রুতি এই স্বাধীন বাংলাদেশ জাতিসংঘ সনদের মহান আদর্শের জন্য আমাদের শতশত লােক শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল বিশ্বে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা যাতে করে শান্তি ও ন্যায়বিচারের লক্ষ্য বাস্তবায়িত হবে। তিনি বলেন, বিশেষভাবে আনন্দের বিষয় যে, বাংলাদেশ এই বিশ্বসভার অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বিশ্বসভার প্রেসিডেন্টকে এমন একজন আশ্বাস দিচ্ছেন যিনি আজীবন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী।
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ এই সভায় স্থান পেয়েছে বঙ্গবন্ধু তাদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেসব দেশ ও জাতি সাহায্য ও সমর্থন দিয়েছে তিনি তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের স্বাধীনতাকে সুসংহত করার জন্য এবং যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করার জন্য যে সব মূল্যবান সাহায্য প্রদান। করছে তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশের সংগ্রাম হচ্ছে শান্তি ও ন্যায় নীতির জন্য সার্বজনীন সংগ্রামের প্রতীক এবং এই আদর্শ কায়েমের জন্যই বাঙালিরা নিরবচ্ছিন্নভাবে তার প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করেছে। গায়ের জোরে বেআইনীভাবে দেশ দখলের বিরুদ্ধে এখনও এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার লক্ষ লক্ষ বীর সৈনিক সংগ্রাম করছে। এই সংগ্রামে আলজেরিয়া, ভিয়েতনাম ও বাংলাদেশ বিজয় লাভ করেছে।৭২

রেফারেন্স: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!