You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধকালীন উদ্দীপনা নিয়ে নিজেদের গড়ে তুলুন

কুমিল্লা: কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ গতকাল বাংলাদেশ মিলিটারি একাডেমীর ক্যাডেটদের মুক্তিযুদ্ধের সময়কাল উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেদের গড়ে তােলার আহ্বান জানান। কুমিল্লায় বাংলাদেশ মিলিটারি একাডেমীর অফিসার ও ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণদানকালে তিনি বলেন, আমাদেরকে দেশের মুক্তিযুদ্ধকালীন প্রেরণা নিয়ে জাতীয় স্বাধীনতাকে সংরক্ষণ করতে হবে। জনাব সামাদ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর পরম ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জাতি তাদের এ নিঃস্বার্থ ত্যাগের কথা চিরদিন স্মরণ করবে।৮১

রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত