জনগণের প্রতি ফণীভূষণ মজুমদার
ঢাকা: ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার সরকার প্রদত্ত ত্রাণসামগ্রীর যাতে সুষ্ঠু বিতরণ করা হয় এবং কেউ যাতে তা আত্মসাৎ করতে না পারে তার প্রতি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। মন্ত্রী মহােদয় বৃহস্পতিবার ফরিদপুর জেলার কালকিনি থানার খাসের হাটে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে উপরােক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, প্রকৃত দুস্থ ব্যক্তি যাতে সাহায্যসামগ্রী পায় তার প্রতি লক্ষ্য রাখতে হবে। কেউ যদি দুস্থ মানুষের দুরবস্থার সুযােগ গ্রহণ করেন তবে তার প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দুর্নীতির উর্ধ্বে থেকে দুস্থ মানুষের কল্যাণে আত্মনিয়ােগের জন্য রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী মহােদয় বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী লঙ্গরখানা খােলার ব্যাপারেও স্থানীয় সরকারি কর্মচারীদের সঙ্গে আলাপ আলােচনা করেন।৭৮
রেফারেন্স: ২৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত