সরকারি প্রেসনােটে আন্তঃজেলায় খাদ্য চলাচলে বাধা সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি
ঢাকা: মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক সরকারি প্রেসনােটে আন্তঃজেলার খাদ্য চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। প্রেসনােটে বলা হয়, খাদ্য চলাকালে বিঘ্ন সৃষ্টি করার ফলে স্বাভাবিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রেসনােটে সাধারণের অবগতির জন্য জানানাে হয়, সীমান্তের ৫ মাইল ব্যতীত দেশের অন্য কোথাও খাদ্য চলাচলে কোন নিষেধাজ্ঞা নেই। আগের বিধিনিষেধ সরকার প্রত্যাহার করে নিয়েছেন। এ ব্যাপারে হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন জেলা কর্তৃপক্ষ নির্দেশ দেয়া হয়েছে বলে প্রেসনােটে উল্লেখ করা হয়। সরকার এ ব্যাপারে জনগণের সর্বাত্মক সহযােগিতাও কামনা করছেন।৭০
রেফারেন্স: ২৪ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত