জাতীয় অর্থনৈতিক পরিষদে ১১টি নয়া প্রকল্প অনুমােদন
ঢাকা: সােমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ ১১টি নতুন প্রকল্প অনুমােদন করেছে। এ প্রকল্পগুলাে বাস্তবায়নের জন্য মােট ব্যয় হবে ৫৩ কোটি ১২ লক্ষ ২৯ হাজার টাকা। এর মধ্যে বৈদেশিক মুদ্রার পরিমাণ হচ্ছে ৬ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকা। প্রকল্পগুলি হচ্ছে: দশটি কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বাংলাদেশ তামাক গবেষণা জোরদারকরণ প্রকল্প, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা লাভের উদ্দেশ্যে অতিরিক্ত সমর্থনপূর্বক সম্প্রসারণ ব্যবস্থা জোরদার প্রকল্প, বাংলাদেশ তামাক উৎপাদনের রােগ আরােগ্যকরণ প্রকল্প, বাংলাদেশের প্রথম কৃষি শুমারির অনুমােদন, হাশেমী ক্যান কোম্পানি লি. সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের ছাত্রদের বৃত্তি ও স্টাইপেন্ড প্রদান প্রসঙ্গ, ঢাকা-আরিচা সড়কের উন্নয়ন অনুমােদন, ময়মনসিংহ পাট সংশােধিত প্রকল্প, বাংলাদেশের ২৯টি পৌরসভা শহরে পানি সরবরাহ প্রকল্প, আঞ্চলিক পরিকল্পনার প্রথম পর্যায়ে প্রকল্প।৭১
রেফারেন্স: ২৪ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত