You dont have javascript enabled! Please enable it! 1974.09.23 | ৪ বছরব্যাপী মার্কিন খাদ্য সাহায্য প্রশ্নে ফোর্ড-বঙ্গবন্ধু আলােচনার সম্ভাবনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

৪ বছরব্যাপী মার্কিন খাদ্য সাহায্য প্রশ্নে ফোর্ড-বঙ্গবন্ধু আলােচনার সম্ভাবনা

ঢাকা: আগামী ৪ বছরের জন্য পি এল ৪৮০ আইনের অধীনে যুক্তরাষ্ট্র থেকে খাদ্য সরবরাহের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্কিন প্রেসিডেন্ট ফোর্ডকে অনুরােধ জানাবেন বলে কর্তৃপক্ষীয় সূত্র থেকে জানা গেছে। প্রতি বছর কয় লক্ষ টন খাদ্যশস্য সরবরাহের অনুরােধ জানান হবে সে সম্পর্কে উক্ত সূত্র পুরাপুরি তথ্য প্রকাশ না করলেও বার্ষিক গড়পড়তা ১৫ লক্ষ টন খাদ্যশস্য চাওয়া হবে বলে আভাষ পাওয়া গেছে।
চলতি সনে সাহায্য হিসেবে যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৭ লক্ষ টন ও জাতিসংঘের মাধ্যমে আরাে সাড়ে ৭ লক্ষ টন খাদ্যশস্য চাওয়া হয়েছে। বাকী ১৫ লক্ষ টন বিভিন্ন দেশের থেকে নগদ মূল্যে ক্রয় করা হবে। অথবা ইতােমধ্যে আট লক্ষ টন বেশি ক্রয় করা হয়েছে। এসব খাদ্যশস্য নিয়মিত আমদানির ব্যবস্থা হয়েছে। আমেরিকা থেকে পি এল ৪৮০ আইনের অধীনে চলতি সালে ৫০ হাজার টন সয়াবিন সরবরাহেরও অনুরােধ জানান হবে। দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে আমেরিকা বার্ষিক দেড় লক্ষ থেকে ২ লক্ষ টন সয়াবিন সরবরাহের জন্যও বঙ্গবন্ধু মার্কিন প্রেসিডেন্টকে অনুরােধ জানাবেন বলে জানা গেছে। জরুরি ভিত্তিতে বাংলাদেশে যাতে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্যশস্য সরবরাহ করে তজ্জন্য বঙ্গবন্ধু বিশেষ আহ্বান জানান।৬৫

রেফারেন্স: ২৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত