ইরাক আরাে ঔষধ ও খাদ্যদ্রব্য সাহায্য দিচ্ছে
ঢাকা: ইরাক সরকার বাংলাদেশের বন্যার্তদের জন্য আরাে অতিরিক্ত সাড়ে ৪ টন ঔষধ, কৌটাজাত খাদ্য ও খেজুরের মধু দান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল ঢাকায় সরকারিভাবে ঘােষণা করা হয়েছে। থাই ইন্টার ন্যাশনালের বিমানযােগে ৪টি চালানে বাংলাদেশে তা পাঠানাে হবে। আজ এক টন ঔষধের প্রথম চালান পৌঁছাবে। উল্লেখ্য ইতােপূর্বে ইরাক ৩০ লক্ষ ডলার মূল্যের ঔষধপত্র ও খাদ্যদ্রব্য দান করেছে।৬৬
রেফারেন্স: ২৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত