You dont have javascript enabled! Please enable it!

নিউইয়র্ক যাত্রার প্রাক্কালে বুভুক্ষু দেশবাসীর প্রতি বঙ্গবন্ধু

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষণা করেন যে, তিনি লাখ লাখ ক্ষুধার্ত মানুষকে খাওয়ানাের জন্য ৪ হাজার ৩শত ইউনিয়নে লঙ্গরখানা খােলার জন্য খাদ্য ও ত্রাণমন্ত্রীর প্রতি নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু সকালে বাংলাদেশ বিমানে নিউইয়র্কের পথে ঢাকা ত্যাগকালে সাংবাদিকদের সাথে আলােচনাকালে একথা বলেন।
বঙ্গবন্ধু ভারাক্রান্ত মন নিয়ে সাংবাদিকদের বলেন, ভয়াবহ বন্যার পর দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। তিনি এই পরিস্থিতি মােকাবেলা করা এবং সংকট কাটিয়ে উঠার ব্যাপারে জনগণের পূর্ণ সহযােগিতা কামনা করেন। বঙ্গবন্ধু দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলেন এ সময় বাইরে যাওয়া খুবই বেদনাদায়ক যখন জনগণ দুঃখকষ্ট ভােগ করছে এবং আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই বিপদ থেকে উদ্ধার করা। তিনি প্রসঙ্গত আরও বলেন যে, জনগণের দুঃখকষ্টকে নিয়ে খেলায় মত্ত মজুতদার কালােবাজারী ও দুষ্কৃতিকারীদের উপর মারণ আঘাত হানার জন্য স্বরাষ্ট্র দফতরের প্রতি নির্দেশ দিয়েছেন।
বঙ্গবন্ধু আরাে বলেন যে, তিনি সমগ্র বিশ্বের জনগণের জন্য সাড়ে সাত কোটি বাঙালির শুভেচ্ছা ও মৈত্রীর বাণী নিয়ে যাচ্ছেন। তিনি আরাে বলেন যে, আমরা সকলের সাথে শান্তি ও মৈত্রী কামনা করি এবং আমাদের জনগণ প্রত্যেকর সাথে শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করেন।৬৪

রেফারেন্স: ২৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!