You dont have javascript enabled! Please enable it!

খাদ্যমন্ত্রী জনমত গড়তেও বলেছেন

ঢাকা: চালের অস্বাভাবিক মূল্য স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন বিভিন্ন রাজনৈতিক দল সমূহের কর্মীদের জনমত গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন। সােমবার সচিবালয়ের তার নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপ করেছিলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে খাদ্য সরবরাহ অব্যাহত রাখার জন্য সরকার আন্তঃজেলা খাদ্য চলাচল বিধি-নিষেধ তুলে নিয়েছেন। খাদ্যমন্ত্রী বলেন, আগামী ফসলের মৌসুম না আসা পর্যন্ত যাতে দেশের চাহিদা মেটানাে যায় সেজন্য সরকার বিদেশ থেকে বেশ কিছু পরিমাণ চাল এখন বাংলাদেশে আসার পথে রয়েছে।৬৭

রেফারেন্স: ২৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত