বন্যার্তদের সাহায্যার্থে আলজেরিয়ার ১০ লাখ ডলার দান
ঢাকা: বাংলাদেশের বন্যাদুর্গত জনগণকে আলজেরিয়ার সরকার ১০ লাখ মার্কিন ডলার সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরাে জানা গেছে যে, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে বাংলাদেশের বন্যা সম্পর্কিত প্রস্তাবটি উত্থাপন করবে। ১৭টি জোটনিরপেক্ষ দেশ এই প্রস্তাব উত্থাপনের ব্যাপারে আলােচনা চালিয়ে যাচ্ছে। ইতােমধ্যে জনাব। বুতেল্লিকা জোটনিরপেক্ষ দেশের কাছে বাংলাদেশের বন্যাদুর্গত জনগণকে আশু সাহায্যদানের অনুরােধ জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বন্যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যে সর্বাত্মক ক্ষতি হয়েছে তিনি তার উল্লেখ করেছেন। তিনি বলেন, জোটনিরপেক্ষ গােষ্ঠীর সাধারণ স্বার্থে নিরপেক্ষ দেশগুলাের এই দেশটির সাহায্যে এগিয়ে আসা উচিত।৪৮
রেফারেন্স: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত