You dont have javascript enabled! Please enable it! 1974.09.17 | সঙ্কট উত্তরণকল্পে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে- আবদুল মােমিন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সঙ্কট উত্তরণকল্পে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে

ঢাকা: খাদ্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মােমিন এই মর্মে আশা প্রকাশ করেন যে কোটি কোটি লােকের সাথে জনগণ বিশেষ করে বিত্তবান লােকেরা কৃচ্ছ্বতা পালন করলে দেশ বর্তমান সঙ্কটাপন্ন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। মঙ্গলবার কয়েকজন সংবাদদাতার সাথে এক অতিরিক্ত সাক্ষাৎকারে খাদ্য ও ত্রাণমন্ত্রী বলেন যে আমাদের দেশ সকল খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং কৃচ্ছতা পালন করা যার ফলে বিধ্বস্ত দেশের বর্তমান সঙ্কটাপন্ন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে দেশ সক্ষম হবে। তিনি আরও বলেন, আগামী ফসল কাটার মৌসুম পূর্ব পর্যন্ত ছ’টি মাস আমাদের খুবই সঙ্কটজনক। জনাব মােমেন বলেন যে, পরিস্থিতির মােকাবেলা করার উদ্দেশ্যে বন্ধু রাষ্ট্রগুলাের সাহায্যদান সত্ত্বেও জনগণ বিশেষ করে বিত্তবান লোেকদের উচিত খাদ্যাভ্যাস পরিবর্তন করা ও কৃচ্ছ্বতা পালন করা।৪৯

রেফারেন্স: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত