পূর্ব জার্মানি আরও সােয়া কোটি টাকার গম দিচ্ছে
জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সরকার বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে নতুন করে আরাে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের গম ও বেবী ফুড দানের কথা ঘােষণা করেছেন। সােমবার খাদ্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মমিন এনাকে একথা জানিয়েছেন। তিনি বলেন যে, গম ও বেবী ফুড জিডিআর থেকে জাহাজযােগে শীঘ্রই দেশে এসে পৌছবে বলে আশা করা যাচ্ছে।৪৬
রেফারেন্স: ১৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত