You dont have javascript enabled! Please enable it!

গ্রামােন্নয়ন করতে হলে গাঁয়ের মানুষকে ভালােবাসতে হবে

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে গ্রামের মানুষের কল্যাণের জন্য এবং সার্বিক গ্রামীণ উন্নয়নের জন্য নির্ভীকভাবে কাজ করতে গ্রামীণ সমাজকর্মী প্রশিক্ষণপ্রাপ্তদের আহ্বান জানিয়েছেন। জনাব মান্নান সােমবার বিকালে টঙ্গিতে প্রথম গ্রামীণ সমাজকর্মী প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করতে যেয়ে প্রধান অতিথির ভাষণে তাদের প্রতি এ আহ্বান জানান। জনাব মান্নান বলেন, গ্রামের সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য এবং সর্বোপরি গ্রামীণ উন্নয়নের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একে যদি সাফল্যমণ্ডিত করে না তােলা যায় তাহলে এসব সমস্ত কিছুই বিফলে যাবে। প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, গ্রামে কাজ করতে গিয়ে গ্রামের মানুষের কল্যাণ করতে যেয়ে গ্রামের মানুষকে ভালােবেসে নিজের বুদ্ধিমত্তা ও দেশপ্রেম দিয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করে বলেন, সেখানে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু তাকে কর্তৃপক্ষের পরামর্শক্রমে নিজের বুদ্ধি খাটিয়ে মােকাবিলা করতে হবে এবং গ্রাম উন্নয়ন প্রকল্পকে বাস্তবায়িত করতে হবে। মন্ত্রী বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে বিভিন্ন সমস্যার সাথে বর্তমানের সমস্যাগুলাে এক হয়ে বিরাট সমস্যার সাথেও সমাজ কল্যাণ বিভাগ যে গ্রামীণ সমাজকল্যাণ পরিকল্পনা গ্রহণ করেছে সত্যিই তা গৌরবের বিষয়। স্বাস্থ্যমন্ত্রী দুঃখ করে বলেন, আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ দেশের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আরাে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে এবং আমাদের অনেক পটভূমি বদলে গেছে। এ সমস্ত সমস্যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে অনেক উক্তি করা হয়েছে। এই উক্তির সারবত্তা বের করতে হলে আজ আমাদের জাতীয় সমস্যাকে খুঁজে বের করতে হবে এবং এর সমাধান করতে হবে। মন্ত্রী বলেন, আজ আমাদের যা আছে তাই নিয়ে জাতীয় সমস্যার মােকাবিলা করতে হবে এবং সামগ্রিকভাবে জাতীয় কল্যাণ ঘটাতে হবে। প্রশিক্ষণ গ্রহণকারীদের স্মরণ করিয়ে দিয়ে জনাব মান্নান বলেন, গ্রামীণ সমাজকল্যাণের প্রথম পদক্ষেপ হিসেবে আপনাদেরকে ছেড়ে দেয়া হল এবং আপনাদের সাফল্যের পরই পরবর্তী স্কীম। গ্রহণ করা হবে। এর পূর্বে জনাব মান্নান প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজকল্যাণ বিভাগের ডাইরেক্টর জনাব এ এম মােজাম্মেল হােসেন, গ্রামীণ সমাজকর্মী, প্রশিক্ষণ কোর্সের প্রিন্সিপাল মিসেস সাহেরা আহমদ, আন্তর্জাতিক শিল্পকল্যাণ সংস্থার বাংলাদেশস্থ উপদেষ্টা মি. ডগলাস টার্নার।
মােজাম্মেল হােসেন: সমাজকল্যাণ বিভাগের ডাইরেক্টর জনাব এ এম মােজাম্মেল হােসেন বলেন, গ্রামীণ সমাজকল্যাণের জন্য গ্রামীণ সমাজকর্মী হিসেবে সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে মােট ৫০ জনকে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হল। এই প্রশিক্ষণ প্রদানের জন্য আন্তর্জাতিক শিশুকল্যাণ উপদেষ্টাও নিয়ােজিত ছিলেন। তিনি বলেন, গ্রামীণ সমাজকল্যাণ প্রকল্পের মধ্যে শিশু পরিচর্যা মাতৃমঙ্গল পরিবার পরিকল্পনা প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করে বলেন, দেশের বিভিন্ন জেলায় যে কারিগরি কাজ রয়েছে তাও এই গ্রামীণ কারিগরি শিক্ষা হিসেবে একে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন সমাজকল্যাণ দফতরের সচিব জনাব হাসানুজ্জামান।৪৫

রেফারেন্স: ১৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!