বিশ্বব্যাংক ও কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশ অধিকতর সাহায্য চাইবে
ঢাকা: বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠা এবং একটি নির্ভর অর্থনীতি গড়ে তােলার স্বার্থে অধিকতর আন্তর্জাতিক সাহায্য ও সহযােগিতা চাইতে পারে। বাংলাদেশ আসন্ন বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে এবং কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনে এই মর্মে অনুরােধ করবে বলে জানা গেছে। বিশ্ব ব্যাংকের বৈঠকে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে এবং কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর কানাডার রাজধানী অটোয়াতে শুরু হতে যাচ্ছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল এই সম্মেলন দুটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বর্তমানে এরা রাশিয়াসহ কয়েকটি পূর্ব ইউরােপীয় দেশ সফর করছেন। প্রতিনিধিদলের অন্য ৩ জন সদস্য হচ্ছেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব এ এন হামিদুল্লাহ এবং বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা জনাব আবদুর রহিম। এছাড়া প্রতিনিধিদলে যােগদানের জন্য অর্থনৈতিক সচিব জনাব কফিলুদ্দিন মাহমুদও ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।৪১
রেফারেন্স: ১৫ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত