বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে দক্ষিণ কোরিয়া সাহায্যদানে প্রস্তুত
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. চান হাই পাক বলেন যে, বাংলাদেশ যদি অনুরােধ করে তাহলে তার দেশ অতিরিক্ত সিমেন্ট সরবরাহ করবে। স্থানীয় একটি হােটেল কক্ষে এনার সাংবাদিকের সাথে সাক্ষাৎ করে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ততার দরুন তার দেশ উদ্বিগ্ন। বিধ্বস্ত দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য তার দেশ সাহায্য দিতে প্রস্তত রয়েছে। তবে এ বিষয়টি তার সরকারের বিবেচনাধীন। তিনি বলেন যে, যদিও তার দেশে অসংখ্য সমস্যা রয়েছে তবু তার দেশ বাংলাদেশে সাহায্যের জন্য উদগ্রীব। বন্যাদুর্গতদের প্রতি সহানুভূতির নিদর্শনস্বরূপ তিনি বলেন যে, ত্রাণসামগ্রীর প্রথম চালান হিসেবে ১৩ হাজার পিস কাপড় বিমানযােগে অতি শীঘ্রই ঢাকা এসে পৌছাবে। তিনি আরাে বলেন, দক্ষিণ কোরিয়ার রেডক্রস সারাদেশব্যাপী বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ শুরু করেছে। দু’দেশের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক উন্নয়নের কথা বলতে গিয়ে দু’দেশের সরকারি অফিসার ও জনগণের সফর বিনিময়ের প্রতি জোর দেন।৪২
রেফারেন্স: ১৫ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত