ব্রিটিশ মন্ত্রীদের সাথে ড. কামালের আলােচনা
লন্ডন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন শুক্রবার ব্রুসেলস থেকে এখানে এসে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী মি. পেটার শাের এবং পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মি. ডাভিড কালসার এর সাথে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মতাে বিনিময় করেন। তিনি গত ১২ সেপ্টেম্বর লন্ডন যাত্রার প্রাক্কালে ব্রুসেলসে দুই দিনব্যাপী অবস্থানকালে ইউরােপীয় অর্থনৈতিক কমিশনের প্রেসিডেন্ট মি. ওটোলী এবং কমিশনার মি. চেশনের সাথে আলােচনা বৈঠকে মিলিত হন। ড. কামাল হােসেন এইসব বৈঠকে বাংলাদেশ ও ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসা ক্ষেত্রে সহযােগিতা আরাে জোরদার করার প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন।৩৯
রেফারেন্স: ১৪ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত