শিল্পে মানবিক সমস্যা সমাধানে এগিয়ে আসুন
ঢাকা: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম শিল্প ক্ষেত্রে মানবিক সমস্যার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও তার সমাধানে এগিয়ে আসার জন্য মনােবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিল্পমন্ত্রী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনােবিজ্ঞান বিভাগ আয়ােজিত প্রেষণা ও শিল্প উৎপাদন শীর্ষক দুদিনব্যাপী এক আলােচনা সভায় ভাষণ দিচ্ছিলেন। ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য ড. আব্দুল মতিন চৌধুরী। শিল্পমন্ত্রী বলেন, শুধুমাত্র পুঁথিগত তথ্য দিয়ে প্রভাবম্বিত না হয়ে শিল্প মনােবিজ্ঞানীদের বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে শিল্পাঙ্গনে প্রকৃত সমস্যা নিরূপণ করতে হবে এবং শিল্পে মানবিক সমস্যা সমাধান করে উন্নততর পদ্ধতির দিকে এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী মানবিক দিক অর্থাৎ শ্রমিকদের প্রশ্নের নতুন দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, শিল্পক্ষেত্রে সর্বাধিক উন্নতি নির্ভর করে কর্মী ও শ্রমিকদের ওপর। তাই শিল্পে উৎপাদন বাড়াতে হলে শ্রমিকদের কর্মে উৎসাহ প্রদান, শ্রমিকদের আর্থিক অবস্থা উন্নয়ন এবং আদর্শ উদ্দেশ্যের দিকে তাদের সচেতন করে তােল প্রয়ােজন। শিল্প ক্ষেত্রে অগ্রগতির প্রশ্নে সৈয়দ নজরুল বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের উন্নতি বা অবনতির সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। তাই গােটা জাতিকে শিল্প সমস্যা সম্পর্কে ভাবতে হবে এবং তার সমাধানে এগিয়ে আসতে হবে। সভাপতির ভাষণে উপাচার্য ড. আবদুল মতিন। চৌধুরী বলেছেন, রাষ্ট্রায়ত্ত শিল্পের উৎপাদন ব্যাহত হবার কারণ এবং স্বল্প উৎপাদন খুঁজে বের করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মনােবিজ্ঞান বিভাগ একটি গবেষণা কর্মে হাত দিয়েছেন। তিনি বলেন, ইতােমধ্যে গবেষণার যে ফল পাওয়া গিয়েছে তা অত্যন্ত জটিল। উপাচার্য তার ভাষণে সম্প্রতি আদমজী চটকলের তত্ত্বাবধায়ককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে উল্লেখ করে বলেন, আমরা আমাদের সীমিত ক্ষমতার ভিতর দিয়েই সমগ্ৰ শ্ৰম সমস্যার ব্যাপারে আমাদের কার্যক্রম চালিয়ে যাবাে। পূর্বাহ্নে মনােবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রওশন প্রেষণার উৎকর্ষ সাধন ও উন্নত। মানবিক সম্পর্কে কর্মসূচি গ্রহণের জন ৫টি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবগুলাে হলাে: (১) প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে ১ জন করে সুদক্ষ মনােবিজ্ঞানী নিয়ােগ, (২) প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে শিল্প নির্দেশনা কার্যক্রম চালু করা (৩) শিল্পে কর্মচারী নিয়ােগের সময় সাইকোলজিক্যাল টেস্ট গ্রহণ, (৪) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ম্যানেজারদের শিল্প মনােবিজ্ঞানী কোর্সে প্রশিক্ষণ প্রদান এবং (৫) একটি জাতীয় শিল্প মনােবিজ্ঞান ইনস্টিটিউট খােলা।৩৫
রেফারেন্স: ১৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত