৩১ জানুয়ারী ১৯৭২ঃ শিল্পপতি একে খান দেশে ফিরেছেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি একে খান দীর্ঘ দিন প্রবাসে নির্বাসিত জীবন অতিবাহিত করার পর গতকাল লন্ডন থেকে দেশে ফিরেছেন। তিনি মুক্ত শেখ মুজিবের সাথে লন্ডনে সাক্ষাতকারী প্রথম বাঙ্গালী। তিনি ২৭ মার্চ চট্টগ্রাম ত্যাগ করেন ১০ এপ্রিল পর্যন্ত নাজিরহাটের শ্বশুরবাড়ী অবস্থান করেন। ১০ তারিখ তিনি আগরতলা চলে যান। ১৫ এপ্রিল কলকাতা যান সেখানে জুলাই পর্যন্ত অবস্থান শেষে লন্ডন চলে যান। তিনি লন্ডন ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অবস্থান করেন। স্বাধীনতা যুদ্ধে তিনি তার ভাই ও তিন ভাতিজাকে হারান। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে তার কন্যা থাকেন। তার জামাতা সেখানে পদার্থ বিদ্যার অধ্যাপক। তার দুই পুত্র স্বাধীনতা সংগ্রামে পরোক্ষ ভাবে জড়িত ছিলেন। আগামিকাল তিনি চট্টগ্রামে যাবেন।