বাংলাদেশ-বেলজিয়াম ঋণ চুক্তি স্বাক্ষর
ব্রাসেলস: বাংলাদেশ ও বেলজিয়াম সাড়ে ৭ কোটি বেলজিয়াম ফ্রাঙ্কের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী বেলজিয়াম বাংলাদেশকে দ্রব্যসামগ্রী সরবরাহ করবে। তাছাড়া বেলজিয়াম বাংলাদেশের জরুরি খাদ্য পরিস্থিতি মােকাবেলার উদ্দেশ্যে আরও আড়াই হাজার টন দ্রব্যসামগ্রী সরবরাহ করবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন চুক্তিতে স্বাক্ষর করেন। ড. কামাল হােসেন ১০ সেপ্টেম্বর বন থেকে ব্রাসেলসে আগমন করেন।৩৬
রেফারেন্স: ১৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত