বন্যার্তদের জন্য লীগ অব রেডক্রসের মহাপরিকল্পনা
ঢাকা: বাংলাদেশ লীগ অব রেডক্রসের বিদায়ী মুখ্য প্রতিনিধি মি. জে উইয়েল্ড বলেছেন যে, বন্যার্তদের ত্রাণে দীর্ঘমেয়াদী কাজের লী ক্রস ও বাংলাদেশ রেডক্রস যৌথভাবে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে মি. উইয়েল্ড বলেন, সদর দফতরে অনুমােদনের জন্য এই পরিকল্পনা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। তিনি বলেন, বন্যার তীব্রতা অনুসারে দুর্গতদের মধ্যে মূল খাদ্য ও রান্না করার দুধ বিতরণের ব্যবস্থা সম্বলিত এই পরিকল্পনা বাস্তবায়নের সহযােগী রেডক্রস সমিতিগুলাের সমর্থন প্রয়ােজন। বিশ্বের বিভিন্ন দেশের সমিতির সমর্থন আমরা কামনা করবাে, আশা করি সমর্থন পাব বলেও তিনি উল্লেখ করেন। প্রশ্নোত্তরে মি. উইয়েল্ড বলেন, কেবল সর্বাত্মক ক্ষতিগ্রস্ত এলাকায় নয় আরাে অধিক লােককে আমরা সাহায্য দেব। চলতি ত্রাণ অভিযানও সুষ্ঠুভাবে চলছে বলে তিনি জানান। মি. উইয়েল্ড বাংলাদেশে লীক্রসের নয়া মুখ্য প্রতিনিধি মি. আই এক্সিলিয়েনকে কার্যভার হস্তান্তর করেছেন।৩৩
রেফারেন্স: ১২ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত