You dont have javascript enabled! Please enable it!

৩১ জানুয়ারী ১৯৭২ঃ মুজিব বাহিনীর অস্র সমর্পণ

ঢাকা স্টেডিয়ামে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বাহিনী তাদের অস্র সমর্পণ করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ মুজিব সকল বাহিনীকে আইন শৃঙ্খলা মেনে চলার আহবান জানান। তিনি বলেন যে জাতি আইন শৃঙ্খলার সাথে চলতে পারে না সে জাতি কোন দিন বড় হতে পারে না। অস্র জমা দেয়ার এটি ছিল শেষ দিন। তিনি সবাইকে সতর্ক করে বলেন আজ থেকে যেন কার কাছে অস্র না থাকে আর যেন গুলির আওয়াজ পাওয়া না যায়। মিরপুরে অনেক অবাঙ্গালী পাকিস্তানী হানাদার বাহিনী থেকে প্রাপ্ত অস্র ব্যাবহার করে কয়েকজন সেনা এবং পুলিশ হত্যা করেছে। তিনি অবাঙ্গালীদের উদ্দেশে তিনি বলেন তারা যেন বাঙ্গালিদের সাথে মিশে যায়। অনেক সহ্য করা হয়েছে আর কোন ধরনের অসদাচরন সহ্য করা হবে না। অনেক অবাঙ্গালী ইতিমধ্যে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা তাদের বেবসা বাণিজ্য চালু করে দিয়েছেন যারা ইতিমধ্যে এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসেননি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।

ভিডিও –বঙ্গবন্ধুর ভাষণ, ৩১ জানুয়ারি ১৯৭২, ঢাকা স্টেডিয়াম

মুজিব বাহিনীর অস্র জমা দান অনুষ্ঠান

মুজিব বাহিনীর অস্র জমা দান অনুষ্ঠান (৩১ জানুয়ারী ১৯৭২):::::::::::::::::::::ঢাকা স্টেডিয়ামে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বাহিনী তাদের অস্র সমর্পণ করে। অস্র জমা দেয়ার এটি ছিল শেষ দিন।

Posted by সংগ্রামের নোটবুক on Thursday, January 30, 2020

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!