You dont have javascript enabled! Please enable it!

সমাজবিজ্ঞানীদের প্রতি তথ্যপ্রতিমন্ত্রী

ঢাকা: মেধাবী কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে তােলার জন্য তথ্য প্রতিমন্ত্রী সমাজবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বুলগেরিয়ার ৩০তম জাতীয় দিবস উপলক্ষে রবিবার বাংলাদেশ-বুলগেরিয়া মৈত্রী সমিতির উদ্যোগে স্থানীয় একটি সিনেমা হলে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি দেশের জনশক্তি সম্পদের সদব্যবহারের ওপর গুরুত্ব আরােপ করে বলেছেন যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধনের জন্য প্রভূত সুযােগ রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস্থ বুলগেরিয়ার রাষ্ট্রদূত মি. নিকোলাই বয়েদজেব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আলী আহসান ও মাে-ন্যাপের সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। জনাব তাহের উদ্দিন ঠাকুর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বুলগেরিয়ার ভূমিকার কথা প্রশংসা করে বলেন যে, পরবর্তীকালে জাতীয় পুনর্গঠন কাজে বুলগেরিয়ার সাহায্যও উল্লেখযােগ্য। দুই দেশের বন্ধুত্ব উত্তরােত্তর বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।২২

রেফারেন্স: ৮ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!