You dont have javascript enabled! Please enable it!

বর্তমান চ্যালেঞ্জ মােকাবেলায় সরকারি সম্পদ যথেষ্ট নয়

দেওয়ানগঞ্জ: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে বলেন যে, বঙ্গবন্ধু সরকার অভূত বন্যার ফলে ক্ষতিগ্রস্ত লােকদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সবরকম প্রচেষ্টা চালাবেন। তিনি বিভিন্ন শ্রেণির লােকদের সাথে আলােচনা কালে উপরােক্ত আশ্বাস দান করে বলেন যে, এই বিরাট চ্যালেঞ্জ মােকাবেলায় সরকারি সম্পদ যথেষ্ট নয়। তিনি বন্যাদুর্গতদের দুর্দশা সচক্ষে দেখার জন্য আজ দুপুরে এখানে আসেন। তার সাথে কৃষিমন্ত্রী আবদুস সামাদ আজাদ ও রিলিফ দফতরের প্রতিমন্ত্রী মি. ক্ষিতীশ চন্দ্র মণ্ডলও রয়েছেন। তারা ৫ ঘণ্টা ধরে বিমানযােগে বন্যাদুর্গত গ্রামগুলাে পরিদর্শন করেন। মন্ত্রী মহােদয় প্রকৃতির এই নির্দয় ধ্বংসযজ্ঞের সাথে সাহসিকতার সঙ্গে মােকাবেলা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আমরা সরকার ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এইসব প্রাকৃতিক দুর্যোগের মােকাবেলা করব বলে তিনি ঘােষণা করেন। তিনি বন্যার পর পরই পুনরায় চাষাবাদের কাজ শুরু করার জন্য চাষীদের প্রতি আহ্বান জানান। তিনি এই মর্মে আশ্বাস দেন যে, সরকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সাহায্য সহায়তা দান করবে। তবে এ চ্যালেঞ্জ মােকাবেলায় সরকারের সম্পদ যথেষ্ট নয়। মন্ত্রী মহােদয় তার দলবল সহ জামালপুরের শেরপুর শহরও পরিদর্শন করেন।২৩

রেফারেন্স: ৯ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!