স্ট্যাম্প কালােবাজারী মামলায় অর্থমন্ত্রী সাক্ষী হচ্ছেন
ঢাকা: নন জুডিসিয়াল স্ট্যাম্পের কালােবাজারী মজুতকরণের অভিযােগে ধৃত মনিরুদ্দিন ভুইয়ার বিশেষ ট্রাইব্যুনালে আগামী ২০ সেপ্টেম্বর হচ্ছে। বিশেষ ট্রাইব্যুনালে বিচারক জনাব আজিজুর রহমান। এখানে উল্লেখ করা যেতে পারে যে, গত ২৫ জুলাই নন জুডেশিয়াল স্ট্যাম্প কালােবাজারী ও মজুতজাতকরণের অভিযােগে মনিরুদ্দিন ভুইয়াকে গ্রেফতার করা হয়। ১৯৭৪ সালের রাষ্ট্রপতির বিশেষ আদেশের ২৫নং ধারা মােতাবেক পুলিশ তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদ, অর্থ সেক্রেটারি জনাব কফিলউদ্দিন মাহমুদ ও কয়েকজন প্রধান সাংবাদিকসহ মােট ৯জন এ মামলার সাক্ষী হিসেবে রয়েছেন।২৪
রেফারেন্স: ৯ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত