বিশ্ব ব্যাংক ১২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেবে: তাজউদ্দীন
ঢাকা: আগামী অক্টোবর মাসে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য এইড বাংলাদেশ কনসাের্টিয়াম’ গঠিত হতে পারে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সােফিয়ার উদ্দেশ্যে দিল্লির পথে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমান বন্দরে সাংবাদিকদের নিকট এ তথ্য প্রকাশ করেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ঘাটতি মেটানাের জন্য ১শ ২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা (১৫ কোটি মার্কিন ডলার) দানের আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রী সােফিয়ায় বুলগেরিয়ার ৩০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে যােগদানের পর রাশিয়া, ওয়াশিংটন, অটোয়া এবং টোকিও সফর করবেন বলে আশা করা যাচ্ছে। জনাব তাজউদ্দীন আহমদ বলেন, ব্যাংকের সভাপতি জনাব ম্যাকনামারা বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়ােজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রী জানান এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। ভারতবাংলাদেশ যৌথ নদী প্রয়ােজনীয় পরীক্ষা নিরীক্ষার পর এ সম্পর্কে রিপাের্ট প্রদান করবেন। অর্থমন্ত্রী প্রসঙ্গত বলেন, ক্রুগ মিশন ১৯৫৭ সালে তাদের রিপাের্ট দিয়েছিলেন। গত ১৮ মাসে দেশের নদীসমূহে উল্লেখযােগ্য পরিবর্তন হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে সােভিয়েত ইউনিয়ন সাহায্য দেবে। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের এ জাতীয় একটি বিবৃতির প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সােভিয়েত ইউনিয়নও বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণে আগ্রহী। জনাব তাজউদ্দীন আহমদ বলেন, সফরের সময় তিনি সােভিয়েত সরকারের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ আলােচনা করবেন। তিনি আশা প্রকাশ করেন যে, তার সফরের ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরাে জোরদার হবে। সােফিয়া এবং মস্কো সফর শেষে অর্থমন্ত্রী কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনে যােগ দেবেন। এরপর তিনি ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থসংস্থার বার্ষিক সম্মেলনে যােগদান করবেন। সােফিয়া যাবার প্রাক্কালে ঢাকা বিমান বন্দরে অর্থমন্ত্রীকে বিদায় জানান বন মৎস্য ও পশু বিভাগীয় প্রতিমন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত সােভিয়েত রাষ্ট্রদূত মি. আদ্রে ফোমিন, বুলগেরিয়ার রাষ্ট্রদূত নিকোলাই বয়জেদিভ এবং চেকোশ্লোভাকিয়ার রাষ্ট্রদূত মি. এডলফ পাঞ্জে। জনাব তাজউদ্দীন আহমদ আগামী অক্টোবর মাসে প্রথম সপ্তাহে ঢাকা ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।১৪
রেফারেন্স: ৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত