You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশকে জরুরি ভিত্তিতে সাহায্য করুন

জাতিসংঘ: জাতিসংঘ তার ঢাকাস্থ প্রতিনিধির রিপাের্টের ভিত্তিতে ৮৬ টি দেশর সরকারকে অবহিত করেছেন যে, বাংলাদেশে বন্যার ফলে উদ্ভূত জরুরি অবস্থা এখনাে বিরাজমান। এসব দেশের সরকারের কাছে প্রেরিত এক পত্রে জাতিসংঘ বাংলাদেশের সাহায্য সরাসরি বা ঢাকাস্থ জাতিসংঘ সংস্থার মাধ্যমে পাঠানাের আহ্বান জানিয়েছেন। এ চিঠির মতে কোনাে কোনাে এলাকায় বন্যার প্রকোপ লঘু হওয়া সত্ত্বেও সর্বশেষ রিপাের্ট মতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জনসংখ্যার বিপুল অংশ কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল থাকবে। জুলাই ও আগস্টের বন্যা পরিস্থিতিকে আরাে দুর্বিষহ করেছে। জাতিসংঘ বলেছে চাল ও গম, ভােজ্যতেল, ধান, আলুবীজ, কাপড় সাবান ও ঔষধপত্রই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়ােজন। জাতিসংঘের চিঠিতে বলা হয়েছে যে, বাংলাদেশ সরকার তার দেশের অভ্যন্তরে সময়মত বণ্টনের সুবিধার্থে অক্টোবরের মধ্যে চট্টগ্রাম ও চালনা বন্দরে খাদ্য পৌছানাের প্রয়ােজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচির জন্য সার, সিমেন্ট, ট্রাকের খুচরা অংশ এবং অত্যাবশ্যকীয় উপকরণ ক্রয়ের জন্য বিদেশি মুদ্রা দরকার। বাংলাদেশ সরকার অক্টোবরের মধ্যে বাংলাদেশে ৬ লক্ষ টন ও ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত দেড় লক্ষ টন খাদ্যশস্য সরবরাহের জন্য অনুরােধ করেছেন।১৭

রেফারেন্স: ৬ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!