You dont have javascript enabled! Please enable it! 1974.09.05 | বন্যাদুর্গত অঞ্চলে টেস্টরিলিফ কর্মসূচি চালু হবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বন্যাদুর্গত অঞ্চলে টেস্টরিলিফ কর্মসূচি চালু হবে

ঢাকা: সরকারের বন্যাদুর্গত জনসাধারণের সাথে দুর্গত অঞ্চলসমূহে টেস্টরিলিফ কর্মসূচি চালু করবেন এবং আগামী ফসলের মৌসুম শুরু না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখবেন। খাদ্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব আবদুল মােমিন বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের নিকট এই তথ্য প্রকাশ করেন। ত্রাণমন্ত্রী ঢাকা, কুমিল্লা এবং নােয়াখালী জেলার বেশ কিছু ত্রাণ শিবির পরিদর্শন করে। একথা বলেন। ত্রাণ মন্ত্রী ঢাকা জেলার লৌহজং, আড়াই হাজার, কুমিল্লা জেলার হােমনা, কচুয়া ও নােয়াখালী জেলার রামগঞ্জ ও রায়পুর থানার আশ্রয় শিবিরসমূহ পরিদর্শন করেন। জাতিসংঘ ত্রাণ কর্মসূচি বিশেষ প্রতিনিধি মি. পি জি স্টেনেসিস এবং ত্রাণ মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। জনাব আবদুল মােমিন ত্রাণ শিবিরসমূহ সফরকালে বন্যাদুর্গত অঞ্চলসমূহের প্রেরিত ত্রাণসামগ্রী বিতরণের কার্য পরিদর্শন করেন। ত্রাণসামগ্রী বিতরণ ব্যবস্থাদি নিয়েও তিনি স্থানীয় কর্মকর্তাদের সাথে আলাপ আলােচনা করেন। মন্ত্রী বলেন, ঢাকা জেলার কোন কোন স্থানে তিনি ত্রাণসামগ্রী বিতরণে অব্যবস্থা লক্ষ্য করেছেন। সফরকালে মন্ত্রী ঢাকা জেলার লৌহজংয়ে সকল শ্রেণির জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন। প্রসঙ্গত তিনি বলেন, টেস্ট রিলিফের ফলে একদিকে দুর্গত জনসাধারণকে সাহায্য প্রদান করা হবে অপরদিকে কিছু উন্নয়নমূলক কাজও করা যাবে। রিলিফ সামগ্রী আত্মসাৎ সম্পর্কে ত্রাণমন্ত্রী সকলকে হুশিয়ার করে দেন। জনাব মােমিন বন্যার পানি নেমে যাবার সাথে সাথে চাষবাস শুরু করার জন্যে কৃষকদের। প্রতি আহ্বান জানান।১১

রেফারেন্স: ৫ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত