বঙ্গবন্ধুর নির্দেশে মেডিকেল বাের্ড গঠিত
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমানে পােস্ট গ্রাজুয়েট হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ কণ্ঠশিল্পী জনাব আবদুল আলীমের স্বাস্থ্য পরীক্ষা করার উদ্দেশ্যে একটি ব্যাপক ভিত্তিক মেডিকেল বাের্ড গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর আদেশের পরিপ্রেক্ষিতে সরকার অধ্যাপক মাে. ইব্রাহিমের নেতৃত্বে একটি মেডিকেল বাের্ড গঠন করেছেন। বাের্ডে দেশের আরাে ৯ জন প্রখ্যাত চিকিৎসক ও সার্জন রয়েছেন। মঙ্গলবার বাের্ড জনাব আলীমের স্বাস্থ্য পরীক্ষা করেন। এই বাের্ডে রয়েছেন অধ্যাপক মাে. ইব্রাহিম, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক আলী আশরাফ, অধ্যাপক এম এ কাদেরী, অধ্যাপক বখতিয়ার হােসেন, অধ্যাপক আলী আফজাল, অধ্যাপক কর্নেল মালিক, অধ্যাপক মুজিবুল হক ও কর্নেল নওয়াব আলী। বাের্ড প্রকাশিত এক স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে যে, সকালে জনাব আলীমের অবস্থার কিছুটা উন্নতি হলেও তার সার্বিক শারীরিক অবস্থা সন্তোষজনক নয়। জনাব আলীমকে চিকিৎসার জন্য যদি লন্ডন পাঠাতে হয় তবে আগে থেকে উপদেশ গ্রহণের উদ্দেশ্যে লন্ডনের অধ্যাপক এস হএ শারলকের কাছে একটি পূর্ণাঙ্গ নােট পাঠানাের প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য, অধ্যাপক শারলক এ রােগের একজন বিশেষজ্ঞ। বাের্ড জনাব আবদুল আলীমের বর্তমান চিকিৎসা অব্যাহত রাখার জন্য প্রস্তাব দিয়েছেন। জনাব আলীমকে পরীক্ষা করার সময় তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর, স্বাস্থ্য সচিব ড. টি, হােসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব আলীমুজ্জামান খান ও বেতারের অন্যান্য উচ্চপদস্থ অফিসারবৃন্দ পিজি হাসপাতালে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু সকালে জনাব আগ্রিমের চিকিৎসার জন্য আরাে ৩ হাজার টাকা মঞ্জুর করেছেন। এর আগে তিনি আরাে ২ হাজার টাকা মঞ্জুর করেন। পােস্টগ্রাজুয়েট হাসপাতালে ভর্তি হবার পর থেকে সরকার অসুস্থ পল্লীগীতি শিল্পীর চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছেন।৫
রেফারেন্স: ৩ সেপ্টেম্বর ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত