ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্ব সরকারি সংস্থার হাতে দেয়া হােক
ঢাকা: জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার মইনুল হােসেন ত্রাণ তহবিল ও ত্রাণসামগ্রীর যথাযথ বিতরণের প্রধান দায়িত্ব নিয়মিত সরকারি সংস্থা ও সরকারি কর্মচারীদের ওপর ন্যস্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিযােগ করেন যে, বিশ্বের কতিপয় দেশ সরকারি কর্মচারীরা বিশেষ মহলের চাপে পড়ে ক্ষয়ক্ষতির অতিরঞ্জিত রিপাের্ট পেশ করতে বাধ্য হচ্ছে। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি একথা বলেন। জনাব মইনুল হােসেন দুর্নীতি বা স্থানীয় প্রভাবশালী মহলের চাপে পড়ে যাতে সরকারি কর্মচারীরা বিভিন্ন বন্যার্ত এলাকার ক্ষয়ক্ষতির সঠিক রিপাের্ট প্রদানে বাধাগ্রস্ত না হন। সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান। নিজ এলাকা বরিশালের বন্যার্ত এলাকা সফরের পর উক্ত বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন স্থানে আমি যা দেখেছি বা যা শুনেছি তাতে আমার মনে হচ্ছে ত্রাণসামগ্রী যথাযথ ব্যবহার ও প্রকৃত কৃষি পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের নিজস্ব সংস্থার ওপর একান্তভাবে নির্ভর করতে হবে। অন্যরা ত্রাণকার্য পরিদর্শন করুন তাতে আপত্তি নাই। তবে ত্রাণসামগ্রীর যথাযথ ব্যবহার ও সুষ্ঠু বিতরণের জন্য একমাত্র সরকারি সংস্থার সরকারি কর্মচারীদের ওপরই নির্ভর করতে হবে। কোন কোন স্থানে বিশেষ মহল ক্ষয়ক্ষতির অতিরঞ্জিত রিপাের্ট দানের জন্য সরকারি কর্মচারীদের ওপর চাপ প্রয়ােগ করছে। ক্ষয়ক্ষতির সঠিক রিপাের্ট প্রদানে যাতে সরকারি কর্মচারীরা বাধাগ্রস্ত না হন তার জন্য কড়া নির্দেশ জারি করা উচিত। দুর্গত মানুষ যাতে সাহায্য পেতে পারে সেদিকে লক্ষ্য রেখে রিপাের্ট তৈরি করতে হবে।১০৩
রেফারেন্স: ৩১ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত