You dont have javascript enabled! Please enable it!

ভারী শিল্প গড়ে তোলাই হচ্ছে বড় প্রয়ােজন: সৈয়দ নজরুল ইসলাম

ঢাকা: শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ঘােষণা করেন যে, বর্তমানে নবতরভাবে জাতীয় ভারী শিল্প গড়ে তােলা সবচেয়ে বড় প্রয়ােজন যা হবে দেশের অর্থনীতিকে আরও জোরদার করা ও এর শিল্পায়নের জন্য মূল ভিত্তি। তিনি নিউ টাইমসের সাথে এক সাক্ষাৎকারকালে শিল্প জাতীয়করণের প্রশংসা করে বলেন, সরকার সকল শিল্প প্রতিষ্ঠানের ৫ ভাগের ৪ ভাগ নিয়ন্ত্রণ করেছেন। জাতীয়করণকৃত অধিকাংশ শিল্পই এখন লাভজনক পর্যায়ে চালু রয়েছে। গত অর্থবছরে জাতীয়করণকৃত শিল্প প্রতিষ্ঠানগুলাে মােট ২৭ কোটি টাকা মুনাফা অর্জন করে। জনাব নজরুল ইসলাম সােভিয়েত-বাংলাদেশ অর্থনৈতিক সহযােগিতা সম্পর্কে বলেন যে, সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে তার বৈজ্ঞানিক ও কারিগরি অভিজ্ঞতা ও কর্মীদের ট্রেনিং দিয়ে সাহায্য করেছে। চট্টগ্রামে বৈদ্যুতিক সরঞ্জাম কারখানা ও ঘােড়াশালে তাপবিদ্যুৎ কেন্দ্রের ন্যায় বৃহৎ শিল্প প্রকল্পগুলাে সােভিয়েত সাহায্যে তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক সােভিয়েত ইউনিয়ন সফরকালে রুশ নেতৃবৃন্দের সাথে তার আলােচনার ফলাফলকে অত্যন্ত ফলপ্রসূ বলে আখ্যায়িত করে বলেন যে, সােভিয়েত নেতৃবৃন্দ বাংলাদেশের সমস্যা বিশেষ করে বন্যার ফলে সৃষ্ট অসুবিধা সম্পর্কে সহানুভূতিশীল এবং তারা এই ব্যাপারে সাহায্য করতে আগ্রহী।১০১

রেফারেন্স: ৩০ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!