ইউরােপীয় দেশ সফরে যাত্রা প্রাক্কালে ড. কামালের আশাবাদ
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ঢাকায় বলেন যে, প্রথম পাঁচসালা পরিকল্পনা মূলে কতিপয় গুরুত্বপূর্ণ প্রকল্পে যৌথ উদ্যেগ গ্রহণের জন্য বাংলাদেশ ও ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ও সহযােগিতা চুক্তি সম্পাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি পশ্চিম ইউরােপীয় দেশ সফরের উদ্দেশ্যে যাত্রার পূর্বে ঢাকা বিমানবন্দরে বলেন যে, প্রস্তাবিত যৌথ উদ্যোগ কর্মসূচিতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও কাপড় মিল প্রতিষ্ঠাসহ আরও কয়েকটি প্রকল্প থাকতে পারে। তিনি ফ্রান্স, পশ্চিম জার্মানি, বেলজিয়াম ও হল্যান্ড সফর করবেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, এবারই সর্বপ্রথম বাংলাদেশ থেকে একটি সরকারি প্রতিনিধিদল পশ্চিম ইউরােপ সফরে যাচ্ছেন। তিনি এই মর্মে আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায়ভুক্ত দেশগুলাের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠবে। তিনি ইউরােপীয় দেশগুলােতে পাট রপ্তানির ব্যাপারে ভারতের মতাে বাংলাদেশেও সমান-সুযােগ সুবিধাদানের জন্য চাপ দিবেন। তিনি আরও বলেন যে, তিনি পাট ও পাটজাত দ্রব্য ছাড়াও অন্যান্য পণ্যদ্রব্য রপ্তানির জন্য সাধারণ সুযােগ সুবিধা স্কীমের অধীনে ট্যারিফ সুযােগসুবিধা হ্রাসের ব্যাপারে পশ্চিম ইউরােপীয় দেশগুলাের সাথে আলােচনা করবেন। এসব অতিরিক্ত পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে চামড়া, চা, চিংড়ি মাছ ও ব্যাঙের ঠ্যাং।৯৭
রেফারেন্স: ২৯ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত