You dont have javascript enabled! Please enable it! 1974.08.28 | ব্রিটেন বাংলাদেশকে ৩০ হাজার টন গম দেবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ব্রিটেন বাংলাদেশকে ৩০ হাজার টন গম দেবে

গতকাল বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি মােতাবেক ব্রিটেন বাংলাদেশকে ৩০ হাজার টন গম দেবে। ইতােপূর্বে ব্রিটিশ সরকার ২২ হাজার টন গম দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। এই চুক্তি মােতাবেক আরও ৮ হাজার টন গম অতিরিক্ত দিচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার মি. এ, এ, গােল্ডস এবং পরিকল্পনা কমিশনের সেক্রেটারি জনাব এস জামান স্ব স্ব সরকারের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ১৯৭৩-৭৪ সালে যে পরিমাণ গম বাংলাদেশে প্রেরণ করার কথা ছিল এই চুক্তি সেই গম অতি সত্বর বাংলাদেশে প্রেরণের কথা বলা হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে এই সমস্ত গম বাংলাদেশে এসে পৌছবে। এই চুক্তি স্বাক্ষরের পর মি. গােল্ডস দুই দেশের মধ্যে সহযােগিতার পরিমাণ বৃদ্ধির জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন যে, সর্বনাশা বন্যার ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে ব্রিটিশ সরকার অতিরিক্ত গম বাংলাদেশকে দেবার সিদ্ধান্ত নিয়েছে।৯৫

রেফারেন্স: ২৮ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত