You dont have javascript enabled! Please enable it! 1974.08.27 | বন্যার্তদের সাহায্যের খতিয়ান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বন্যার্তদের সাহায্যের খতিয়ান

ঢাকা: ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গত ২৩ আগস্ট পর্যন্ত দেশে বন্যাদুর্গত জনসাধারণের মধ্যে নগদ বিতরণের জন্য মােট ২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ১ শত ৭৫ টাকা বরাদ্দ করেছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এনার প্রতিনিধির সাথে আলাপ প্রসঙ্গে ত্রাণ ও পুনর্বাসন বিভাগের প্রতিমন্ত্রী ক্ষিতীশ চন্দ্র মণ্ডল এ কথা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, নগদ অর্থ বরাদ্দ ছাড়াও মন্ত্রণালয় এ পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার ১৫০ মণ গম বরাদ্দ করেছেন। ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী আরাে বলেন, সরকার বন্যার্ত জনসাধারণের মাঝে ইতােমধ্যে ৫ হাজার ৩শত ১০ মণ আটা ৩৯ হাজার ৫শত ৫০ টি শাড়ি ২৫ হাজার ৬শত লুঙ্গি, ২ লাখ ১৫ হাজার শিশুদের পােশাক বিতরণ করেছেন।’ বিদেশ থেকে যেসব ত্রাণসামগ্রী এসেছে সরকার তা থেকে বন্যার্ত জনসাধারণের মাঝে ২শ ৬০ টি তাঁবু পর্যাপ্ত পরিমাণ গুঁড়া দুধ ও বিস্কুট বিতরণ করেছেন বলে মন্ত্রী জানান।৯২

রেফারেন্স: ২৭ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত