রপ্তানি উন্নয়ন ব্যুরাের সেমিনারে মােশতাক আহমদের বাণী
ঢাকা: ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদের একটি বাণী পাঠ করা হয়। তিনি এই বাণীতে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য সম্পসারণের প্রতি সর্বাধিক গুরুত্ব দেয়ার ব্যাপারে সরকারের দৃঢ়তার নিশ্চয়তা দান করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায় তাদের এলাকায় আমাদের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশের মতাে উন্নয়নগামী দেশগুলােকে আরাে সুযােগ সুবিধা দান করবেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্য সহযােগিতাদানের জন্য ইউরােপীয় সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সফরকারী দলের নেতার ভাষণ: সেমিনারে ভাষণ দানকালে ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের নেতা মি. জে হ্যানসেন বলেন যে, ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায় টেরিফ প্রদত্ত সুযােগ-সুবিধার অধীনে রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশকে সম্ভাব্য সব রকম সহায়তা করা হবে। তিনি এই মর্মে আভাস দেন যে, বাংলাদেশ ও সাধারণ বাজারের মধ্যে যথাশীঘ্রই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চুড়ান্ত করা হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরাের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধন করেন। বৈদেশিক বাণিজ্য সচিব জনাব নুরুল ইসলাম। ইউরােপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং বাংলাদেশের রপ্তানি বিভাগের কর্মকর্তাগণ এই সেমিনারে জনাব নুরুল ইসলাম উদ্বোধনী ভাষণে পুঁজি বিনিয়ােগের জন্য সাধারণ বাজারভুক্ত দেশগুলাের প্রতি আহ্বান জানান। তিনি প্রসঙ্গত পুঁজি বিনিয়ােগের ক্ষেত্রে সাম্প্রতিক বাংলাদেশ সরকার প্রদত্ত সুযােগ-সুবিধার কথা উল্লেখ করেন।৮৯
রেফারেন্স: ২৬ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত