বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনে বাংলাদেশ রেডক্রসের ব্যাপক কর্মসূচি গ্রহণ
সােমবার ঢাকায় এনার খবরে প্রকাশ, বাংলাদেশ রেডক্রস বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছন। আগামী ১ সপ্তাহের মধ্যে সূচি শুরু হবে এবং তিন মাসকাল স্থায়ী থাকবে। এ কথা ঘােষণা করে বাংলাদেশ রেডক্রস প্রধান গাজী গােলাম মােস্তফা বলেন যে, বিভিন্ন রেডক্রস সােসাইটি যেসব সাহায্য প্রেরণ করেছে তা দিয়ে কাজ শুরু করা যেতে পারে। তিনি আস্থা সহকারে উল্লেখ করেন, বিশ্বে একশ’ বিশটি রেডক্রস সােসাইটি সবগুলােই তার আহ্বানে বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যের প্রতি সাড়া দিয়েছে এবং দ্রুত ত্রাণসামগ্রী প্রেরণ করছে। তিনি বলেন যে, সুইজারল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পশ্চিম জার্মান, ব্রিটেন, যুগােস্লাভিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস প্রভৃতি রেডক্রস সােসাইটি ও লীগ অব রেডক্রসের কাছ থেকে প্রচুর সাহায্য গ্রহণ করেছেন। গাজী গােলাম মােস্তফা বলেন যে, অন্যান্য রেডক্রস সােসাইটি কর্তৃক প্রেরিত ত্রাণসামগ্রী পথে রয়েছে। বাংলাদেশ রেডক্রস সােসাইটি ইতােমধ্যে ৫২ টি মহকুমায় জরুরি ত্রাণ কর্মসূচি শুরু করেছে। এর মধ্যে ২৮ টি মহকুমা সবার্ধিক ক্ষতিগ্রস্ত তালিকায় ফেলা হয়েছে। এই মহকুমাগুলােতেও রেডক্রস চাপাতি, শিশুখাদ্য, পােশাক প্রভৃতি বিতরণ করছে। রেডক্রস সােসাইটি মিল্ক ফিডিং কেন্দ্র খুলছে এবং জনগণকে কলেরার ইনজেকশন ও টীকা দান করছেন।৯০
রেফারেন্স: ২৬ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত