You dont have javascript enabled! Please enable it! 1974.08.23 | বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রচুর ঔষধ পাঠাচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রচুর ঔষধ পাঠাচ্ছে

ঢাকা: বন্যাদুর্গত এলাকায় মহামারী বিস্তৃতি নিয়ন্ত্রণ প্রতিরােধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সরাসরি অথবা বিভিন্ন মানবিক সংস্থাসমূহের সহযােগিতায় সংগৃহীত বিপুল পরিমাণ ঔষধপত্র, ব্লিচিং পাউডার, কলেরা ইনজেকশন ইত্যাদি বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। এগুলাে বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধি ড. এস ও স্ট্রিট বলেন যে, ডানিশ রেডক্রসের সাহায্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সংগৃহীত ঔষধপত্রের একটি চালান দুই একদিনের মধ্যে ঢাকায় এসে পৌছবে এবং ঔষধপত্রের অপর একটি চালান শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছবে। তিনি বলেন, ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত কলেরার ইনজেকশন ও অন্যান্য ঔষধ গত রবিবার এখানে এসে পৌঁছেছে। মি. স্ট্রিট বলেন, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনাে মিশন ঢাকায় না থাকায় মহামারী প্রতিরােধে এই সংস্থা কাজ করতে পারেনি। সেনাবাহিনী কর্মচারীদের স্বাস্থ্য দফতরের সহযােগিতায় কাজ শুরু করেছেন। তিনি বলেন, ঢাকায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মিশন বাংলাদেশের বন্যাদুর্গত এলাকার মহামারি প্রতিরােধের ব্যাপারে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে ঔষধপত্র সংগ্রহের ব্যাপারে যােগাযােগ রক্ষা করছে।৮০

রেফারেন্স: ২৩ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত