You dont have javascript enabled! Please enable it!

বন্যার্তদের জন্য বিদেশি সাহায্য

ঢাকা: বাংলাদেশের বন্যার্তদের জন্য থাই সরকার দুশত টন চাল ও দু লাখ কলেরা ভেক্সিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ড রাষ্ট্রদূত মি. সুরজিত খানম গণভবনে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে এবং থাইল্যান্ড সরকারের সিদ্ধান্তের দলিল অর্পণ করেন। ভয়াবহ বন্যার কবলে গ্রামে বাংলাদেশের জীবন ও সম্পদের নজিরবিহীন ক্ষয়ক্ষতির জন্য থাই রাষ্ট্রদূত গভীর উদ্বেগ প্রকাশ করেন। থাইল্যান্ড সরকারের সিদ্ধান্তের কথা শুনে বঙ্গবন্ধু থাইল্যান্ড সরকার এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। খাদ্য ও ঔষধপত্র নিয়ে নিউজিল্যান্ড থেকে একটি বিমান আগামী ৩০ আগস্ট ঢাকায় এসে পৌছবে। এই বিমানটিতে আড়াই লাখ নিউজিল্যান্ড ডলার (প্রায় সাড়ে ২২ লাখ টাকা মূল্যের দ্রব্য সামগ্রী রয়েছে।
কনস্যুলেট কর্মচারী: আকিয়াবস্থ (বার্মা) বাংলাদেশ কনস্যুলেটের অফিসার ও কর্মচারীগণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন দিয়েছেন। পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানাে হয়েছে। বাংলাদেশের কনস্যুলেট আকিয়াবে বসবাসকারী বাঙালি নাগরিকদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ যাবৎ ১৮ হাজার পাউন্ড স্টারলিং জমা হয়েছে। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের বার্তার উদ্ধৃত দিয়ে পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়।৮৩

রেফারেন্স: ২৪ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ 
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!