You dont have javascript enabled! Please enable it! 1974.08.21 | আইডিবির সাথে ইসলামী ভাবধারার সামঞ্জস্য রয়েছে: তাজউদ্দীন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আইডিবির সাথে ইসলামী ভাবধারার সামঞ্জস্য রয়েছে: তাজউদ্দীন

ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ ইসলামিক উন্নয়ন ব্যাংকের সাথে যুক্ত হতে পেরে নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করছে। জনাব তাজউদ্দীন আহমদ জেদ্দাতে অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংকে ভাষণ দানকালে এ কথা বলেন। অর্থমন্ত্রী তার ভাষণে বাংলাদেশকে সর্বসম্মতিক্রমে ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য করা সম্মেলনে যােগদানকারী সকলদেশকে ধন্যবাদ জানান। জনাব তাজউদ্দীন তার ভাষণে বাংলাদেশে বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং এতে নজিরবিহীন ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই ভয়াবহ বন্যায় বাংলাদেশের অধিকাংশ অঞ্চল জলমগ্ন হয়েছে। এতে জানমালের যে ক্ষতি সাধিত হয়েছে তার হিসেব করতে কিছু সময়ের দরকার হবে বলে তিনি উল্লেখ করেন। দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি সত্ত্বেও পারস্পরিক সৌহার্দ্য এবং অর্থনৈতিক সহযােগিতার প্রশ্ন বিবেচনা করেই তিনি বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে যােগদান করতে এসেছেন। জনাব তাজউদ্দীন আহমদ ঘােষণা। করেন যে, বাংলাদেশ ইসলামী উন্নয়ন ব্যাংকে ১ কোটি ইসলামী দিনার চাঁদা দেবে। তিনি বলেন, এটি একটি যৌথ প্রচেষ্টা। ইসলামী উন্নয়ন ব্যাংক কেবলমাত্র একটি ব্যাংকই নয়, তার চাইতেও বেশি। কেননা এর ফলে অর্থনৈতিক সহযােগিতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, ইসলামী ভাবধারার সাথে ইসলামী উন্নয়ন ব্যাংকের সামঞ্জস্যতা রয়েছে বলে জনাব তাজউদ্দীন উল্লেখ করেন।৭৩

রেফারেন্স: ২১ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত