You dont have javascript enabled! Please enable it!

খালি জায়গা ও জলাশয় উৎপাদনশীল কাজে লাগান

ঢাকা: বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদ দফতরের মন্ত্রী জনাব আবদুল রব সেরনিয়াবাত পানি ও বিদ্যুৎ উন্নয়ন বাের্ড ও সেচ ডাইরেক্টরেটের আওতাধীন সকল রকমের খালি জায়গা পুকুর ও অন্যান্য জলাশয় অবিলম্বে উৎপাদনশীল কাজে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন। আজ দুটো পৃথক পৃথক সারকুলারের মাধ্যমে মন্ত্রী মহােদয় উল্লেখ করেন যে, খাদ্য উৎপাদন, বৃক্ষরােপণ, শাকসবজি রােপণ, মাছের চাষ ইত্যাদি সম্পর্কিত বঙ্গবন্ধুর আহ্বান সাফল্যমণ্ডিত করে জাতীয় সম্পদ বৃদ্ধির ব্যাপারে এই দুইটি বিভাগ তাদের কার্যকরী অবদান রাখতে পারে। বিভাগীয় দফতরগুলােতে এ সম্পর্কে একটি কর্মসূচি প্রণয়নের জন্য মন্ত্রী মহােদয় নির্দেশ প্রদান করেছেন। মন্ত্রী মহােদয় বিভাগীয় কর্মকর্তাদের তাদের কর্মতৎপরতার নিয়মিত রিপাের্ট প্রদানেরও নির্দেশ দিয়েছেন।৭৫

রেফারেন্স: ২১ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!