দুর্গতদের দিতে আরাে ১২ লক্ষ টাকা ও ৩৪ হাজার মণ গম বরাদ্দ
ঢাকা: সরকার বন্যাদুর্গত জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য আরাে ১১ লাখ ৮৫হাজার টাকা এবং ৩৪ হাজার ২ শত ৫০ মণ গম বরাদ্দ করেছেন। এর ফলে বন্যাদুর্গত জনসাধারণের জন্য সরকার কর্তৃক নগদ অর্থের পরিমাণ দাঁড়ালাে ১ কোটি ৭৭ লাখ ১৪ হাজার টাকা। গম বরাদ্দের পরিমাণ হলাে ২ লাখ ৩৬ হাজার ৪শত ৫০ মণ। শাড়ি বরাদ্দ করা হয়েছে ৩৪ হাজার ৫৪টি, লুঙ্গি ২৬ হাজার ৯শত ৫০ টি, শিশুদের কাপড় ২ লক্ষ ১৪ হাজার ৮৯০টি। সােমবার এক সরকারি হ্যান্ড আউটে এ তথ্য প্রকাশ করা হয়। এই টাকা এবং দ্রব্য বরাদ্দ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ এবং দ্রব্যের অতিরিক্ত। এছাড়াও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় বন্যাদুর্গত অঞ্চলে বিমান থেকে ৮৫ হাজার তন্দুর রুটি নিক্ষেপ করেছে।৪০
রেফারেন্স: ১২ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত