You dont have javascript enabled! Please enable it!

ভােলার দুর্গত অঞ্চলে মােমিন ও তােফায়েল, ৩ লাখ টাকা সাহায্য মঞ্জুর

ভােলা: ত্রাণমন্ত্রী জনাব আবদুল মােমিন ভােলার বন্যার্তদের জন্য ৩ লাখ টাকা খয়রাতি সাহায্য মঞ্জুর করেছে। ত্রাণমন্ত্রী এখানকার বন্যাদুর্গত এলাকা সফরকালে এই অর্থ মঞ্জুরের কথা ঘােষণা করেন। তার সাথে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদও ছিলেন। জনাব আবদুল মােমিন ও জনাব তােফায়েল আহমদ হেলিকপ্টার যােগে এখানকার বন্যার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। এর আগে হেলিপাের্টে সমবেত জনতার উদ্দেশ্যে জনাব তােফায়েল আহমদ বলেন যে, ভােলাবাসীর দুঃখ-দুর্দশা সম্পর্কে বঙ্গবন্ধু অবগত আছেন। তিনি বলেন, সমগ্র দেশ পানিতে নিমগ্ন হয়ে গেছে। লাখ লাখ মানুষ আজ গৃহহারা। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারাে কোন হাত নেই। তবু ধৈর্য ও নিষ্ঠার সাথে এই দুর্যোগের মােকাবিলা করতে হবে। জনাব আবদুল মােমেন বলেন, প্রতিটি বন্যাদুর্গত এলাকায় সাহায্য সামগ্রী পৌছে দেয়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।৪৩

রেফারেন্স: ১২ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!