বাংলাদেশে গণহত্যার জন্য জে. টিক্কাই দায়ী
লন্ডন: সাবেক পূর্ব পাকিস্তানের সামরিক অধিনায়ক লে. জে. এ কে নিয়াজী ১৯৭১ সালের গণহত্যার জন্য জেনারেল টিক্কা খানকে দায়ী করেছেন। তদানীন্তন পূর্ব পাকিস্তানে পরাজয়ের কারণ অনুসন্ধান সম্পর্কে গঠিত হামুদুর রহমান কমিশনের কাছে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জে, নিয়াজী বলেন, বাঙালিরা মােটেই বিশ্বাসযােগ্য নয়। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের চরম লগ্নের কথা উল্লেখ করে জে. বলেন, অন্য সহকর্মীরা আত্মসমর্পণ না করে আত্মহত্যা করতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু তার অনুগত সৈন্য ১৬ ডিসেম্বর তারিখে ঢাকায় আত্মসমর্পণ করে। জে, নিয়াজী ১৯৭১ সালের যুদ্ধ বিরতিকে আত্মহসামিল বলে উল্লেখ করেন।৩৭
রেফারেন্স: ১১ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত