বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য জরুরি সাহায্য পাঠান-মার্কিন সরকারের প্রতি এডওয়ার্ড কেনেডি
ওয়াশিংটন: সিনেটের উদ্বাস্তুসংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান সিনেটর এডওয়ার্ড কেনেডি বাংলাদেশের ২ কোটি বন্যাদুর্গত জনগণের জন্য জরুরি ভিত্তিতে রিলিফ প্রদানের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সিনেটের অন্য সদস্যরা দুর্গত জনগণের সাহায্য প্রদানের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মি. কেনেডি কালবিলম্ব না করে এই সাহায্য সামগ্রী বাংলাদেশে প্রেরণের জন্য মার্কিন সরকারের প্রতি জোর দাবী জানান। মি. কেনেডি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘের ত্রাণ সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকে প্রয়ােজনীয় ত্রাণসামগ্রী বাংলাদেশে প্রেরণের জন্য আহ্বান জানিয়েছেন। মি. কেনেডি সাহায্য সামগ্রী বাংলাদেশে প্রেরণের জন্য যােগাযােগ ব্যবস্থার কথা উল্লেখ করেন। কিন্তু বর্তমান যােগাযােগ ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল বলে তিনি জানিয়েছেন। মােটর চালিত নৌকা, লঞ্চ ও হেলিকপ্টারের সাহায্যে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রেরণ করা যেতে পারে। মি. কেনেডি বলেন যে, এই সব যন্ত্রযান পর্যাপ্ত রয়েছে-এগুলাে ত্রাণকার্যে ব্যবহার করার জন্য প্রেরণ করা যেতে পারে।৩৪
রেফারেন্স: ১০ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত