You dont have javascript enabled! Please enable it! 1974.08.10 | বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তিতে আগ্রহী নিউজিল্যান্ডের ট্রেড কমিশনার | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তিতে আগ্রহী নিউজিল্যান্ডের ট্রেড কমিশনার

ঢাকা: বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের ট্রেড কমিশনার মি. গার্ডেন এইচ লুইস বলেন যে, তার দেশ বাংলাদেশের সঙ্গেবাণিজ্য চুক্তি সম্পাদন করতে ইচ্ছুক। আগামী বছরের প্রথম দিকে উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। নিউজিল্যান্ড বাংলাদেশে দুগ্ধজাত দ্রব্য, পােকা মাকড় ধ্বংস করার ঔষধ ও পশম সরবরাহ করতে পারে। গত অর্থবছরে বাংলাদেশ নিউজিল্যান্ড থেকে ৭০ লাখ টাকার দ্রব্যাদি আমদানি করেছে। বাণিজ্য চুক্তি সম্পাদিত হলে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানির পরিমাণ অনেক বেড়ে যাবে। উৎকৃষ্ট জাতের গবাদি পশু উৎপাদনের জন্য নিউজিল্যান্ড বাংলাদেশে উন্নত মানের গাভী ও ষাঁড় সরবরাহ করতে পারে বলে মি. লুইস অভিমত প্রকাশ করেন।৩৬

রেফারেন্স: ১০ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত