You dont have javascript enabled! Please enable it!

বন্যাকে জাতীয় দুর্যোগ ঘােষণা করুন

ঢাকা: সর্বদলীয় ঐক্যফ্রন্ট গঠিত বন্যা ত্রাণ কমিটি বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘােষণার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন। বন্যা ত্রাণ কমিটির আহ্বায়ক এবং বিরােধীদলীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান খান বুধবার এক সাংবাদিক বৈঠকে এ দাবী জানান। জাতীয় প্রেস ক্লাবে আহূত এই বৈঠকে ঐক্যফ্রন্ট নেত্রী মিসেস আমেনা বেগম, কমরেড অমল সেন প্রমুখ উপস্থিত ছিলেন। জনাব রহমান বলেন, বন্যা ত্রাণকার্য পরিচালনার জন্য সর্বদলীয় ভিত্তিতে একটি ত্রাণ কমিটি গঠন করা প্রয়ােজন। এবং ত্রাণকার্য পরিচালনার জন্য গণতান্ত্রিক অধিকারী সকল বিধিনিষেধ তুলে নিতে হবে। প্রসঙ্গে জনাব আতাউর রহমান বিশ্বে সকল সূত্র থেকে সাহায্য পাওয়ার জন্য জোর কূটনৈতিক তৎপরতা চালানাের ওপরও গুরুত্ব আরােপ করেন। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বন্যা ত্রাণ কমিটি সরকারের সাথে সহযােগিতা করতে রাজি কিনা এই মর্মে এক প্রশ্ন করা হলে জনাব রহমান বলেন, ত্রাণকার্যে সরকার ডাকলে আমরা যাব। তবে সেখানে অবশ্যই আমাদের কাজের সুবিধা থাকতে হবে। ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে চুরি এবং লুটতরাজের কথা উল্লেখ করে জনাব খান বলেন সরকারি দল এবং সরকারি পর্যায়ে এ জাতীয় কার্যকলাপের ফলে সমগ্র বিশ্ব এখন ত্রাণসামগ্রী প্রেরণ করতে ভয় পাচ্ছে। রেডক্রস প্রসঙ্গে জনাব আতাউর রহমান খান বলেন, এর পরিচালনা ব্যবস্থা পরিবর্তন করা প্রয়ােজন।২৬

রেফারেন্স: ৭ আগস্ট ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!