যশােরের শ্রীপুরে থানা মুক্ত
মুজিনগর, ৯ সেপ্টেম্বর-গত সপ্তাহের শেষের দিকে যশাের জেলার শ্রীপুর থানার অধীন সব এলাকা বাংলাদেশের গেরিলারা মুক্ত করে দিয়েছেন।
ওয়াকিবহাল মহলের খবর, জন সাধারণের প্রচণ্ড হর্ষধ্বনির মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। থানার সমস্ত কর্মীরা এর আগেই বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য স্বীকার করেছেন। শ্রীপুরের যুদ্ধে ১২৫ জনেরও বেশি পাক সৈন্য মারা পড়েছে। মৃতদের মধ্যে কিছুসংখ্যক রাজাকারও আছে। এই যুদ্ধ বেশ কিছুদিন ধরে চলে। শত্রু সৈন্যের ফলে আসা ১৪টি রাইফেল, ১০০০টি রাইফেলের কারতুজ, ১টি ২৩ বােরের বিদেশী রিভলবার ১০টি শিরস্ত্রাণ ও ১০০টি বন্দুকের কারতুজ সমেত প্রচুর অস্ত্রশস্ত্র মুক্তিফৌজ দখল করেছেন।
-পিটিআই। ১০ সেপ্টেম্বর ‘৭১
Reference: ১০ সেপ্টেম্বর ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা